সাকার রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে : আ. লীগ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ।
urgentPhoto
আজ বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন বলে জানায় বার্তা সংস্থা বাসাস।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এটি একটি ঐতিহাসিক রায়। এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশবাসী দীর্ঘকাল এ রায়ের জন্য অপেক্ষা করেছিল।
জাহাঙ্গীর কবির নানক বলেন, এ রায়ে আমাদের সুমহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী ৩০ লাখ শহীদের আত্মা শান্তি পেয়েছে। যে দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছিলেন তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। স্বজন হারানোর ব্যাথা বুকে নিয়ে যেসব শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রজন্ম আজও বেঁচে আছে তারা সান্ত্বনা পাবে, স্বস্তি পাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির কাছে যুদ্ধাপরাধীদের বিচার করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের অগ্রগতি লাভ করল উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, খালেদা জিয়া-তারেক রহমান, বিএনপি-জামায়াত-শিবির যতই সহিংসতা, নাশকতা, ষড়যন্ত্র, ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাক না কেন মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে সম্পন্ন হবেই।