পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরে ডুবে ইতি রাণী (৪) ও তার চাচাত ভাই প্রকাশ চন্দ্রের (৪) মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলার সাকোয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজীপাড়া গ্রামের গোবিন্দ চন্দ্রের মেয়ে ইতি রাণী ও তার চাচাতো ভাই উমেশ চন্দ্রের ছেলে প্রকাশ চন্দ্র (৪) বাড়ির বাইরে খেলছিল। পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করছিল।
এ সময় স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি পুকুরে ইতিকে মৃত অবস্থায় ভেসে উঠতে দেখে। পরে পুকুরে নেমে মুমূর্ষু অবস্থায় প্রকাশ চন্দ্রকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সাকোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান সবুজ পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।