গ্রামে বসেই তাঁরা সব ওষুধ বানিয়ে ফেলেন!

Looks like you've blocked notifications!

মাদারীপুরে একটি ভেজাল ওষুধ কারখানা সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার বিকেলে মাদারীপুর সদর উপজেলার মস্তোফাপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম কামরুল ইসলাম।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৮) মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে অসাধু একটি চক্র গোপনে নির্জন একটি পরিবেশে অনুমোদনহীন ওষুধ কারখানায় ক্যালসিয়াম জাতীয় ক্যাপসুল, টেস্টি স্যালাইনসহ বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মস্তোফাপুর পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় দেড় লাখ টাকার ভেজাল ওষুধ ধ্বংস করা হয়।

রাকিবুজ্জামান আরো জানান, ওই কারখানার মালিক হাবিবুর রহমানকে পাওয়া যায়নি। কারখানায় কর্মরত মাসুম জমারদারকে আটক করা হয়েছে। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটি সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম কামরুল ইসলাম বলেন, ভেজাল বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।