মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন

স্বাস্থ্যসেবা থেকে আয় যাবে তামাক নিয়ন্ত্রণে

Looks like you've blocked notifications!

স্বাস্থ্যসেবা থেকে অর্জিত আয় তামাক নিয়ন্ত্রণে ব্যয় করার প্রস্তাবনা এনে ‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি-২০১৭’ নামে একটি নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।  

আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের শফিউল আলম বলেন, স্বাস্থ্যসেবা থেকে ১ শতাংশ হিসেবে যে সারচার্জ আদায় করা হচ্ছে, তা তামাক ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণে ১৪টি খাতে ব্যয় করা হবে। এর মধ্যে তামাকচাষিদের পুনর্বাসন ও তামাক চাষ বাদ দিয়ে অন্য ফসল উৎপাদনে উৎসাহিত করতে ব্যয় করা হবে।

এ ছাড়া আজকের বৈঠকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সংশোধন আইন-২০১৭) এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আইন-২০১৭-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।