ঝিনাইদহে বিশ্ব খাদ্য দিবস পালিত
ঝিনাইদহে বিশ্ব খাদ্য দিবস ২০১৭ উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার খাদ্য অধিকার বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
এবারের প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই’।
দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিভিন্ন সড়ক ঘুরে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সহ-সভাপতি আমিনুর রহমান টুকুসহ অনেকেই বক্তব্য রাখেন। আলোচনাসভায় বক্তারা সবার জন্য খাদ্য অধিকার নিশ্চিত ও খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবি জানান।