ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় ঠিকাদার নিহত

Looks like you've blocked notifications!
ঝালকাঠি শহরে গতকাল রাতে মোটরসাইকেলের ধাক্কায় ফারুক হোসেন মল্লিক নামের এক ঠিকাদার নিহত হন। ছবি : এনটিভি

ঝালকাঠি শহরে মোটরসাইকেলের ধাক্কায় ফারুক হোসেন মল্লিক (৫২) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাত ৯টার দিকে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক শহরের মধ্য চাঁদকাঠি এলাকার প্রয়াত মোহন মল্লিকের ছেলে। তিনি গণপূর্ত বিভাগে ঠিকাদারি করতেন।

পুলিশ ঘটনাস্থল থেকেই মোটরসাইকেলচালক রায়হান পারভেজ রাব্বিকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় তাঁর মোটরসাইকেলটিও।

গ্রেপ্তারকৃত রাব্বি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার অবসরপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ান সদস্য আবদুল কুদ্দুর তালুকদারের ছেলে। তাঁর বিরুদ্ধে শহরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগ করেন স্থানীয়রা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে শহরের চাঁদকাঠি বাজার থেকে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন ফারুক। পথে এসপি কার্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ফারুককে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই তাঁর মৃত্যু হয়।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ফারুকের লাশ ময়নাতদন্ত করে সকালে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।