খালেদা জিয়াকে খাবার সরবরাহে বাধার অভিযোগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মৌন মিছিল

Looks like you've blocked notifications!
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহে বাধা দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সোনালি দল আজ রোববার ক্যাম্পাসে মৌন মিছিল বের করে। ছবি : এনটিভি

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ এনে এর প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকরা মিছিল ও সমাবেশ করেছেন।

আজ রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের আমতলা থেকে শিক্ষকদের সোনালি দল মৌন মিছিল বের করে। এ সময় ব্যানারে লেখা ছিল ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভুক্ত রেখে হত্যার ষড়যন্ত্র এবং দেশব্যাপী রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে মৌন মিছিল’। মিছিলটি ক্যাম্পাসের সব অনুষদ ঘুরে আমতলায় এসে শেষ হয়। 

মৌন মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সোনালি দলের সভাপতি ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক ড. গোলাম মোর্তুজা, ড. শাহজাহান, ড. আবুল হাশেম, ড. শামসুল আলম ভূঁইয়া, ড. হুমায়ুন কবির প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি জানান।