আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

Looks like you've blocked notifications!

পাবনা সদর উপজেলার রামানন্দপুর গ্রামে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘রামানন্দপুর গ্রামে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষে এলাকার বেশকিছু বাড়ি ভাঙচুর করা হয়েছে। আগের কোনো বিরোধের জের ধরে সংঘর্ষের সূত্রপাত বলে জানতে পেরেছি।’

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, রামানন্দপুর গ্রামের আওয়ামী লীগ নেতা সবুজ ও মামুনের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল শনিবার গভীর রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধরা উভয় পক্ষের কয়েকটি বাড়ি ভাঙচুর করে ও একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এ সময় কয়েকটি গুলি ছোড়া হয় বলেও জানায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।