গোপালগঞ্জে রাজু হত্যার প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে কলেজছাত্র রাজু শেখ হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নবাসী এবং এম এইচ খান কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা সদরের যুগশিখা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু সড়কের ওপর সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গত ১৭ জুলাই দুপুরে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ল্যাট্রিনের সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে কলেজছাত্র রাজু শেখের লাশ উদ্ধার করা হয়।