আইন না মানলে কঠোর ব্যবস্থা : শিল্পমন্ত্রী

Looks like you've blocked notifications!
ঝালকাঠির নলছিটি পৌরসভা মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি : এনটিভি

প্রজনন মৌসুমে ইলিশ ধরা যাবে না জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আইন মানা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। আইন যারা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠির নলছিটি পৌরসভা মিলনায়তনে জেলেদের মধ্যে বিশেষ ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। এ সময় জেলেদের ২০ কেজি করে চাল দেওয়া হয়।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে প্রজনন মৌসুম কোনো ইলিশ মাছ ধরা যাবে না। কোনো জেলে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে পারবে না। এটা হচ্ছে দেশের আইন। একটি দেশের আইন মানা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। এ আইন যারা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আমির হোসেন আমু আরো বলেন, ইলিশ একটি জাতীয় সম্পদ। এ সম্পদ সবাই মিলে রক্ষা করতে হবে। অভিযানের কারণে আগের চেয়ে নদীতে ইলিশ বেড়েছে। এতে দেশের মানুষের মাছের চাহিদা পূরণ হচ্ছে।

নলছিটি পৌরসভার মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির।

প্রজনন মৌসুমে নিষিদ্ধ ২২ দিন ইলিশ না ধরায় নলছিটি পৌরসভার ১৪৫ জন জেলের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।