ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি

Looks like you've blocked notifications!
খানাখন্দ ও অতিরিক্ত গাড়ির চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ছবি : এনটিভি

খানাখন্দ আর অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৬৫ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের মির্জাপুর, ধেরুয়া রেল ক্রসিং, করটিয়া বাইপাস, রাবনা বাইপাস, রসুলপুর  ও এলেঙ্গায় দিনভর তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এসব স্থানে যানবাহনের সারি চার থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হচ্ছে। টানা বৃষ্টিতে মহাসড়কের ছোট-বড় খানাখন্দ তৈরি হয়েছে। এ কারণে মাঝেমধ্যেই যানবাহন বিকল হয়ে পড়ছে। এতে সৃষ্টি হচ্ছে যানজট। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ আলম জানান, খানাখন্দ সৃষ্টি হওয়ার কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না।

এদিকে, টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর-ই আলম জানান, ঈদের আগ পর্যন্ত মহাসড়কের মেরামত ও তদারকির দায়িত্ব ছিল টাঙ্গাইল সড়ক বিভাগের ওপর। কিন্তু বর্তমানে তা চার লেন প্রকল্পের দায়িত্বে রয়েছে। তাঁর দপ্তরের তেমন কিছুই করার নেই।

মহাসড়কে যানজট নিরসনে সংশ্লিষ্টদের তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। 

ট্রাফিক পুলিশের মির্জাপুর থানার পরিদর্শক শাহাদাৎ হোসেন সেলিম বলেন, বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে গাড়ির গতি কমে যাওয়ায় কোনো কোনো স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।