সরাইলে নৌকাডুবিতে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুবাজাইল চেতরা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক স্কুলছাত্রীর লাশ আজ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের পাশের গলানিয়া এলাকা থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চারে।
নিহত স্কুলছাত্রী নাজমুন নাহার (১৫) দুবাজাইল গ্রামের আরব আলীর মেয়ে এবং পাকশিমুল হাজি শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
গতকাল বৃহস্পতিবার সকালে দুবাজাইল এলাকা থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী নৌকা অরুয়াইল যাওয়ার পথে দুবাজাইল ঘাট ছাড়ার পরই ঢেউয়ের মুখে পড়ে ডুবে যায়।
এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারেন। তবে ঘটনার পর সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ আছে বলে দাবি করেছে এলাকাবাসী।