শিক্ষকের বিরুদ্ধে ডাকা মানববন্ধনে হামলা

Looks like you've blocked notifications!
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দারা। ছবি : এনটিভি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ডাকা মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের স্বজনরা এ হামলা করেছেন। 

আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার উত্তর কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস্কেন্দার আলী ফরাজির বিরুদ্ধে ওই অভিযোগ ওঠে। 

স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়। পরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিদ্যালয় সংস্কারের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, সরকারি বই বিক্রি, উপবৃত্তির টাকা আত্মসাৎ, সঠিকভাবে ক্লাস না করানো, কমিটি গঠনে পক্ষপাতিত্ব, সহকারী শিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ আছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস্কেন্দার আলী ফরাজির বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধন চলাকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস্কেন্দার আলী ফরাজির মেয়ে, জামাতা ও নাতি আকস্মিকভাবে হামলা করেন। তাঁরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেন। 

খবর পেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়েদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা বাবুল তালুকদার, শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন, মশিউর রহমান মিলু, মাহবুবুর রহমান, আলমগীর ফকির, আলেয়া বেগম, নাজমা বেগম প্রমুখ। 

এদিকে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস্কেন্দার আলী ফরাজি জানান, স্কুলের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরেই তাঁকে হেয় করার জন্য এ কর্মসূচি দেওয়া হয়েছে।
ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইয়েদুজ্জামান জানান, অভিযোগের বিষয়ে উভয় পক্ষের লিখিত বক্তব্য পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।