উত্তরা গণভবনে গাছকাটায় অনিয়ম, ছয়জনের বিরুদ্ধে প্রতিবেদন

Looks like you've blocked notifications!
নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। ছবি : এনটিভি

নাটোরের উত্তরা গণভবনে গাছ কাটায় ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সোমবার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম রাজ্জাকুল ইসলাম জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এ ঘটনায় ছয় জনের বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এরা হলেন- নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, ঠিকাদার সোহেল ফয়সাল, উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউর রহমান, সেকশন কর্মকর্তা কামরুজ্জামান এবং গণভবনের দুই তত্ত্বাবধায়ক আবদুল কাসেম ও আবদুস সবুর তালুকদার।      

সন্ধ্যা ৭টায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে  জেলা প্রশাসক শাহিনা খাতুন তদন্ত প্রতিবেদনের বিষয়দি তুলে ধরেন। 

এ সময় রাজ্জাকুল ইসলাম জানান, পাঁচটি মরা পচা গাছ ও নয়টি ডাল টেন্ডারের মাধ্যমে ১৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করে গণপূর্ত বিভাগ। কিন্তু ওই ছয়জন পরস্পর যোগসাজসে দুষ্প্রাপ্য বিভিন্ন প্রজাতির ১৭টি তাজা গাছ ও ৪৩টি ভাল গাছের ডাল কেটে নিয়ে যায়। এর ফলে রাষ্ট্রের তিন লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয় বলে জানান তদন্ত কমিটির প্রধান।