পরিত্যক্ত স্কুলের ছাদ ধসে শিক্ষার্থীর মৃত্যু

Looks like you've blocked notifications!

বরগুনার তালতলীতে পরিত্যক্ত একটি স্কুল ভবনে খেলতে গিয়ে ছাদ ধসে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে তালতলী উত্তর গেণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম মো. সাইদুল ইসলাম (৭)। সে গেণ্ডামারা গ্রামের মো. নজীর হোসেনের ছেলে। সাইদুল উত্তর গেণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, উত্তর গেণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে  বিকেলে খেলতে যায় সাইদুল। খেলার একপর্যায়ে সাইদুল ঝুঁকিপূর্ণ ওই ভবনে ঢুকে পড়ে। হঠাৎ ভবনটির ছাদ ধসে পড়লে তার নিচে চাপা পড়ে সাইদুল। বন্ধু সাইফুদ্দিন ঘটনাটি সাইদুলের মাকে জানালে তাঁর চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। তারা সাইদুলকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।