গাংনী উপজেলার চেয়ারম্যান মোরাদ আলী বরখাস্ত

Looks like you've blocked notifications!
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাংনী পৌর বিএনপির সভাপতি মোরাদ আলী। পুরোনো ছবি : এনটিভি

একটি ফৌজদারি (নাশকতা) মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরাদ আলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আজ বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক আদেশে মোরাদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশটি গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৌঁছেছে। মোরাদ আলী গাংনী পৌর বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৩ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় নাশকতার একটি মামলায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে গত ২০ অক্টোবর আদালতে সম্পূরক অভিযোগ দাখিল করলে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে তাঁকে সাময়িক বরখাস্ত করে।

এ ব্যাপারে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি মোরাদ আলী বলেন, ‘রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উচ্চ আদালতের প্রতি বিশ্বাস রয়েছে। মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে দুই-একদিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করা হবে।’

২০১৩ সালের ৫ ডিসেম্বর সরকারবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে মোরাদ আলীর বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা করা হয়েছে।