বেনাপোলে সন্দেহভাজন পাচারকারী গ্রেপ্তার, ৬৫ লাখ টাকা উদ্ধার

Looks like you've blocked notifications!
যশোরের বেনাপোলে পাচারকারী সন্দেহে গতকাল রাতে একজনকে আটক করা হয়। ছবি : এনটিভি

যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদিপুর সীমান্তে পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে ৬৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে বিজিবি দাবি করেছে।

গতকাল বুধবার রাতে মোস্তবা আলী (৪০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোস্তবা সীমান্তবর্তী সাদিপুর গ্রামের তোরাব আলীর ছেলে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, গতকাল রাতে সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকা পাচার হয়ে বাংলাদেশে আসছে বলে খবর পায় বিজিবি। সেই খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বস্তাভর্তি টাকাসহ মোস্তবা আলীকে আটক করেন। পরে রাত ১১টায় বিজিবি ক্যাম্পে তাঁর কাছ থেকে বস্তা খুলে ভেতর থেকে ৬৫ লাখ টাকা পাওয়া যায়।

সিও আরো জানান, জব্দকৃত টাকাসহ রাতেই মোস্তবা আলীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।