জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের হাতে গ্রেপ্তার তিন জেএমবি সদস্যকে আজ রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তামিম-সারোয়ার গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকার বাসিন্দা জেএমবির এহসার সদস্য জেনারুল ইসলাম (২৫), একই এলাকার রসুল বক্স (৫০) এবং শিবনগর এলাকার বাসিন্দা ও জেএমবির গায়েবে এহসার সদস্য মো. ইসলাম (৭০)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মুরাদ জানান, বাবলাবোনা এলাকায় পাগলা নদীর তীরে একটি আমবাগানে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে বলে খবর আসে তাঁদের কাছে। এর ভিত্তিতে আজ রোববার ভোর ৪টার দিকে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় অন্যরা পালিয়ে গেলেও একটি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন, এক কেজি ১০০ গ্রাম গানপাউডার ও বেশ কিছু জিহাদ-সংক্রান্ত বইসহ এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
 
র‍্যাবের এই কর্মকর্তা জানান, তাঁরা তিনজনই জেএমবির সক্রিয় সদস্য এবং তামিম-সারোয়ার গ্রুপের সঙ্গে যুক্ত। তিনি আরো জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে এবং দুপুরে তাঁদের আদালতে সোপার্দ করা হয়েছে।