সাতক্ষীরায় বেসরকারি শিক্ষকদের মানববন্ধন
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে সরকারি কর্মকর্তাদের সঙ্গে একই সময়ে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।
আজ শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে শিক্ষকরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধন কর্মসূচি চালাকালে বক্তারা বলেন, ‘আগামী সোমবার মন্ত্রিপরিষদ সভায় নতুন জাতীয় বেতন স্কেলের রূপরেখা অনুমোদনের জন্য পেশ করার কথা রয়েছে এবং বেসরকারি শিক্ষকরা তা পাবেন ছয় মাস পর’- গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর উদ্বিগ্ন শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন।
বক্তারা বলেন, ১৯৯১ সালে জাতীয় পে কমিশন গঠনের পর থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রতিবার নতুন জাতীয় স্কেলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বেসরকারি শিক্ষকরা ছিলেন। অথচ এবারই এর ব্যতিক্রম হওয়ায় শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ফ্রন্টের জেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ইউনুস আলী, অধ্যক্ষ আবদুর রহমান, অধ্যক্ষ আবু সাঈদ, অধ্যক্ষ খলিলুর রহমান, অধ্যক্ষ আবুবকর সিদ্দিক, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ আজিজুর রহমান, অধ্যাপক মোবাশ্বেরুল হক জ্যোতি প্রমুখ।