পুলিশকে কঠোর হতে বললেন রাষ্ট্রপতিও
অবরোধে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদও। তিনি বলেছেন, ‘এ ধরনের বর্বরতার সঙ্গে যারা জড়িত, তারা গণতন্ত্র, মানবতা ও সভ্যতার শত্রু।’
আজ বৃহস্পতিবার বার্ষিক পুলিশ সপ্তাহ উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করার জন্য দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘যানবাহনে আগুন ও পেট্রলবোমা হামলায় যেভাবে নির্দোষ মানুষ হত্যা করা হচ্ছে, দেশের অন্যান্য মানুষের মতো আমিও মর্মাহত।’
রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়। আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্যও ছিল তাই। গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এ জন্য পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধসহ গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করা গুরুত্বপূর্ণ।’