নাটোরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
নাটোরের সিংড়া উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ নাহিদুল ইসলাম বৃহস্পতিবার সকালে মারা গেছেন। তাঁর লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ছবি : এনটিভি

নাটোরের সিংড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ নাহিদুল ইসলাম (৩০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে নাটোর সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।

এদিকে, একই ঘটনায় গুলিবিদ্ধ রবিউলকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় আজ দুপুরে নাটোর কারা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোর কারাগারের ডেপুটি জেলার তোফায়েল বিষয়টি জানান, নাহিদ নাটোর কারা হাসপাতালে চিকিৎসাধী ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় সকালে তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গত ১৭ আক্টোবর জেলার সিংড়া উপজেলার কালিকাপুর গ্রামে দুই পক্ষের গুলি বিনিময়ে হামিদুর রহমান নামের একজন নিহত হন। গুলিবিদ্ধ হন নাহিদ ও রবিউল। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে নাটোরে জেলা কারাগারের হাসপাতালে নেওয়া হয়েছিল।