৭০ গ্রাম হেরোইন বহনের দায়ে যাবজ্জীবন
নাটোরে মাদক আইনে করা মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম রবিউল ইসলাম।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান, ২০১৪ সালের ১ জুন রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ রবিউলকে আটক করেছিল গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে এ ঘটনায় মামলা হয়। সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।