লক্ষ্মীপুরে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত
লক্ষ্মীপুরে দুই পক্ষের গোলাগুলিতে মোহাম্মদ মিলন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত মিলন সন্ত্রাসী দিদার বাহিনীর সদস্য।
গতকাল রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামে সোলেমান ও দিদার বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হন মিলন। মিলন জালিয়াকান্দি গ্রামের মমিন উল্লার ছেলে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি/সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, লক্ষ্মীপুরে সোলেমান বাহিনীর সঙ্গে দিদার বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দিদার বাহিনীর সদস্য মিলন নিহত হন। মিলনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে জানান তিনি।
কয়েক মাস আগে সোলেমান বাহিনীর প্রধান সোলেমান ‘বন্দুকযুদ্ধে’ মারা যান।