বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত
সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতের ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাইফুল ইসলাম (৪০) নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। সাইফুল সদর উপজেলার গড়েরকান্দা গ্রামের জিন্নাল আলীর ছেলে। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভোমরা ক্যাম্পের অধিনায়ক সুবেদার নাসিরুদ্দিন জানান, ভোরে ভারত থেকে গরু কিনে কয়েকজন সঙ্গীসহ দেশে ফিরছিলেন সাইফুল। এ সময় তাঁদের চ্যালেঞ্জ করে বিএসএফ। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে আহত হন তিনি।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বকশী জানান, ঘটনার পর পতাকা বৈঠকে বসতে বিএসএফের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।