ভাতিজাকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!

মৌলভীবাজারে আট বছরের ভাতিজা তাজুল ইসলামকে কুপিয়ে হত্যার দায়ে চাচা চান মিয়াকে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি চান মিয়া অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৪ মার্চ জেলার কমলগঞ্জ উপজেলার বাদে উবাহাদা গ্রামের আকবর আলীর শিশুপুত্র তাজুল ইসলাম (০৮) সকালে মসজিদে ধর্মীয় শিক্ষা নিতে যায়। সেখান থেকে তার চাচা চান মিয়া তাকে ধরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরদিন নিহতের বাবা আকবর আলী বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম আজাদুর রহমান ও সহকারী আইনজীবী কৃপাসিন্দু দাস জানান, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি চান মিয়া পলাতক। এই মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১৩ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে।