নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজ
রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে বাসা থেকে বের হয়ে যান সিজার। এর পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস নেন তিনি। পরে বিকেল ৪টা থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তখন থেকেই সিজারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ওসি আরো বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিজারের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন খিলগাঁওয়ে ছেলের নিখোঁজের বিষয়টি জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৪৭১।
সিজারের বাবা মোতাহার হোসেন এনটিভি অনলাইনকে তাঁর সন্তানের নিখোঁজের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।