মেডিকেল ছাত্রীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের ছাত্রী উম্মে আয়মন স্বর্ণা হত্যার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে কুমিল্লা শহরের কাবিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেন কলেজটির প্রায় ৫০০ শিক্ষার্থী ও চিকিৎসকরা।
মানববন্ধনে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কলিম উল্লাহ, কলেজের উপাধ্যক্ষ ডা. আতাউর রহমান, নিহত স্বর্ণার বাবা ডা. এম এ খালেকসহ স্বর্ণার স্বজনরা উপস্থিত ছিলেন। এ সময় স্বর্ণা হত্যা মামলার আসামি তাঁর স্বামীসহ অন্যদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়।
গত শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলের শ্বশুরবাড়ি থেকে ইস্টার্ন মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী স্বর্ণার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে স্বর্ণাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।
এই ঘটনায় স্বর্ণার স্বামী জামিল হোসেন ইমনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। শুক্রবার রাতেই এই মামলায় স্বর্ণার শ্বশুর নুরুল ইসলামকে আটক করে পুলিশ।