রাজধানীতে গাঁজা এলো অ্যাম্বুলেন্সে!

Looks like you've blocked notifications!
রাজধানীতে গাঁজা ভর্তি একটি অ্যাম্বুলেন্স আটক করা হয়। ছবি : সংগৃহীত

ঢাকার বাইরে থেকে আসত অ্যাম্বুলেন্স। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা থেকে। ওই অ্যাম্বুলেন্সে রোগী থাকত না। থাকত গাঁজা!

রাজধানীতে এমনই একটি অ্যাম্বুলেন্স আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মোহাম্মদপুরের টিকাপাড়া এলাকায় ওই অ্যাম্বুলেন্স আটক করে পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল। অ্যাম্বুলেন্সে পাওয়া যায় ৯৫ কেজি গাঁজা!

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (দক্ষিণ) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত এ তথ্য জানান।

ওই অ্যাম্বুলেন্সে থাকা তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, মো. সবুজ (২৫), মো. মিলন (২৮) ও মো. জাহিদ হাসান(২৪)। আটক ব্যক্তিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁরা ওই অ্যাম্বুলেন্সে করে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন।

গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শহিদুল্লাহর নির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাজীব-আল-মাসুদের তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার খন্দকার রবিউল  আরাফাত ওই অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।