রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

Looks like you've blocked notifications!
হবিগঞ্জে আমির চাঁন কমপ্লেক্সের সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খানসহ ব্রিটিশ প্রতিনিধিদলের সদস্যরা। ছবি : এনটিভি

রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছে বাংলাদেশ সফররত দেশটির প্রতিনিধিদল। একই সঙ্গে হাউস অব কমনস অ্যান্ড পিপলের সহায়তাও অব্যাহত থাকবে বলে তাঁরা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জে একটি সংবর্ধনা অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং বৃহত্তর ম্যানচেস্টার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের চেয়ারম্যান লুসি মারিয়া পাওয়েলের নেতৃত্বাধীন প্রতিনিধিদল এ আশ্বাস দেয়।

এ সময় বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে ব্রিটিশ প্রতিনিধিদল।

প্রবাসী অর্থায়নে নির্মিত আমির চাঁন কমপ্লেক্সের পক্ষ থেকে সংবর্ধনা সভায় মানচেস্টার সেন্ট্রাল আসনের সংসদ সদস্য লুসি পাওয়েল, বার্মিংহাম লেডিউড আসনের সংসদ সদস্য শাবানা মাহমুদ, মানচেস্টার উইটিংটন আসনের সংসদ সদস্য জেফ স্মিথকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহেদ পাবেল, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১০ সদস্যের এই ব্রিটিশ প্রতিনিধিদলে তিনজন সংসদ সদস্য ছাড়াও রয়েছেন কাউন্সিলর লুৎফুর রহমান, কাউন্সিলর আবিদ চোহান, কাউন্সিলর বাসিত শেখ, কাউন্সিলর আলী ইলিয়াস, মানবাধিকারকর্মী মইনুল আমীন বুলবুল, সোরাবুর রহমান, বদরুল আলম।

এর আগে গত ৮ নভেম্বর বিকেলে প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দেখা করেন।