মাগুরায় পরিকল্পনামন্ত্রী

যারা মানবকল্যাণে কাজ করে তাদের আ.লীগে আনতে হবে

Looks like you've blocked notifications!

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যারা মানুষের কল্যাণে কাজ করে, তাদের আওয়ামী লীগের সদস্য করতে হবে। 

আজ শুক্রবার দুপুরে মাগুরায় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের আয়োজনে দুপুর ১২টায় স্থানীয় নোমানী ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুস্তফা কামাল বলেন, বর্তমান সরকারের নয় বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তা স্বাধীনতা-পরবর্তী সময়ে হয়নি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় মাগুরার রেললাইন, ফুটওভার ব্রিজ, ফুটবল স্টেডিয়াম, ডায়াবেটিস হাসপাতালসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন পরিকল্পনামন্ত্রী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি খান তানজেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, স্থানীয় এমপি মেজর জেনারেল (অব.) এম এ ওহায়াব, কামরুল লাইলা জলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু।