সিনহা যেভাবে চেয়েছেন, সেভাবেই পদত্যাগ করেছেন : হানিফ

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ আজ কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা যেভাবে চেয়েছেন, সেভাবেই প্রধান বিচারপতির পদ ছেড়েছেন। তাই এ নিয়ে নোংরা রাজনীতি করা যাবে না।

আজ রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে হানিফ এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করে সরকার সর্বোচ্চ আদালতকে কুক্ষিগত করেছে বলে বিএনপি যে অভিযোগ করছে, সে বিষয়ে সম্মেলনে হানিফের কাছে জানতে চান এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, ‘এস কে সিনহা সিঙ্গাপুরে ক্যানসারের চিকিৎসা নিয়ে কানাডা গেছেন। এতে প্রমাণ হয়, তিনি অসুস্থ। শুরু থেকেই তাঁকে সুস্থ দাবি করে বিএনপি মিথ্যাচার করে আসছিল। প্রধান বিচারপতি যেভাবে চেয়েছেন, সেভাবেই অবসরে গিয়েছেন।’

ওই সময় বিচার বিভাগ নিয়ে নতুন করে নোংরা রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানান হানিফ। তিনি বলেন, ‘বিচার বিভাগকে কলুষিত করেছিল জিয়াউর রহমান। উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে অনেক বিচারপতিকে অপসারণ ও এজলাস থেকে সরিয়ে দিয়েছিলেন। আর আওয়ামী লীগ সব সময় বিচার বিভাগের ওপর শ্রদ্ধাশীল।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে লোকসমাগমে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নিয়ম অনুযায়ী সমাবেশের জন্য বিএনপি অনুমতি চেয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী অনুমতি দিয়েছে। বাধা দেওয়ার প্রশ্নই আসে না। এ নিয়েও অসুস্থ রাজনীতি করছে বিএনপি।’

হানিফের বক্তব্যের আগে কয়েক হাজার নেতাকর্মীর সামনে সাংগঠনিক নিয়মে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহসভাপতি হাজি রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী প্রমুখ।