ভাষাসৈনিক জয়নাল আবেদীন আর নেই

Looks like you've blocked notifications!

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জয়নাল আবেদীন (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ রোগ ভোগের পর আজ রোববার সকাল পৌনে ৭টায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

১৯৩২ সালের ১৯ নভেম্বর পাবনার সাঁথিয়া উপজেলা গৌরিগ্রামে জন্ম জয়নাল আবেদীনের। ছাত্রজীবনে ১৯৪৮ সালে যুক্ত হয়ে ৫২ সাল পর্যন্ত পাবনায় ভাষা আন্দোলনে অগ্রণী  ভূমিকা পালন করেন। ১৯৬৩ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ১৯৭০ সালে ৬৮, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের পরামর্শে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯২ সালে তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে অবসর নেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ,সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, সম্পাদক ডা. মনসুরুল ইসলাম,  আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক খান,সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন।

আজ বাদ আসর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সাভারের তালবাগ করবস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।