নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যোন্নয়ন ঘটে : কাজী জাফর

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ রোববার বিকেলে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে বিশাল জনসভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

নৌকায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ঘটে, দেশের অর্থনীতি সমৃদ্ধশালী হয়। তাই আগামীতেও নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।

রোববার বিকেলে ফরিদপুর-৪ আসনের সদরপুর স্টেডিয়াম মাঠে বিশাল জনসভায় এই কথা বলেন কাজী জাফর।

আব্দুল ফায়েজ হাওলাদার মতিনের সভাপতিত্বে জনসভায় সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের ছেলে ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শাহেদীদ গামাল লিপু আনুষ্ঠানিকভাবে কাজী জাফরউল্লাহর সঙ্গে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরউল্লাহ বলেন, আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করলে শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত হবে। এখন থেকে নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে দলের জন্য কাজ শুরু করুন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অ্যাডভোকেট শাহেদীদ গামাল লিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, আবু আলম রেজা, ফকির আবদুস ছত্তারসহ আওয়ামী লীগের সহযোগীদের সংগঠনের নেতারা।