ঝালকাঠিতে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার : ডিবি

Looks like you've blocked notifications!
​ঝালকাঠির সদর উপজেলায় সোমবার দিবাগত রাতে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেটসহ যুবলীগের এক নেতা ও দুই সহযোগীকে গ্রেপ্তার করে ডিবি। ছবি : এনটিভি

ঝালকাঠি সদর উপজেলায় বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেটসহ যুবলীগের এক নেতা ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে  বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

গতকাল সোমবার দিবাগত রাতে সদর উপজেলার খাজুরিয়া এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির খান এবং তাঁর দুই সহযোগী সাগর মিত্র ও ফায়জুল আলম খান।

যুবলীগ নেতা মনির হোসেন খান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান হোসেন খানের ভাতিজা।

ঝালকাঠি ডিবির পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, সোমবার দিবাগত রাত ১২টার পর যুবলীগ নেতা মনির খান এবং তাঁর সহযোগী সাগর মিত্র ও ফায়জুল আলম খান খাজুরিয়া গ্রামের একটি পানের বরজের ভেতর একটি ঘরে মদ ও ইয়াবার আসর বসিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময়  মনির খানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি মদ ও পাঁচটি ইয়াবা ট্যাবলেট। রাতেই জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ঝালকাঠি থানায় সোপর্দ করা হয়।

কামরুজ্জামান আরো জানান, এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই)  জাকির হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।