খেলতে গিয়ে পুকুরে, শিশুর মৃত্যু
নীলফামারীতে পুকুরে ডুবে নাজির ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিব গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
নাজির দক্ষিণ রাজিব গ্রামের রশিদুল ইসলামের ছেলে। তার লাশ দাফন করা হয়েছে।
কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, গতকাল বিকেলে খেলার সময় বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় নাজির। অনেক খোঁজাখুঁজির পর রাতে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।