স্বামীর সন্ধান চান সেলিনা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

Looks like you've blocked notifications!
সাতক্ষীরা প্রেসক্লাবে স্বামী আব্বাস আলী সম্পর্কে জানান সেলিনা খাতুন। ছবি : এনটিভি

“আমার মুদি দোকানি স্বামীকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারী পুলিশ। তারা পরিচয় দিয়েছিল ‘আমরা পুলিশ’। অথচ সেই পুলিশই বলছে এ ব্যাপারে তাদের কিছুই জানা নেই। আমার স্বামী তাহলে কোথায় আছেন, কার কাছে আছেন? আমি জানতে চাই।”

সাতক্ষীরা প্রেসক্লাবে এসে আজ মঙ্গলবার এসব কথা বলছিলেন সেলিনা খাতুন। সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম আব্বাস আলী। গতকাল সোমবার নিজ দোকান থেকে আব্বাসকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন সেলিনা।

সেলিনা খাতুন সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী আব্বাস  আলী আইনের দৃষ্টিতে কোনো অপরাধ করে থাকলে বিচার হোক। কিন্তু তিনি কোথায় আছেন তা আমাকে বলতে হবে।’

সেলিনা খাতুন বলেন, ‘আমার স্বামী একজন মুদি দোকানি। তিনি কোনো রাজনীতি করেন না। তাঁর নামে কোনো মামলাও নেই। তিনি বাড়ির সঙ্গে লাগোয়া মুদি দোকানে থাকেন সারাদিন। তাঁর কোনো দোষ নেই । তাঁকে ফিরিয়ে দিন।’

সেলিনা খাতুন বলেন, ‘গত ১৩ নভেম্বর সন্ধ্যায় সাদা পোশাকধারী পাঁচজন পুলিশ দোকানের সামনে এসে সিগারেট চায়। এরপরই আব্বাসের দুই বাহু ধরে রাখে পুলিশ। পরে হাতকড়া পরায়। এ অবস্থায় কিছু বুঝে উঠার আগেই আব্বাসকে মোটরসাইকেলের  পেছনে বসিয়ে চলে যায় পুলিশ।’ তাঁদের কাছে ওয়ারলেস সেটও ছিল বলে জানান সেলিনা।

সেলিনা জানান, তিনি ও তাঁর ভাই সাতক্ষীরা থানা ও ডিবি  পুলিশে খোঁজ নিয়েছেন। তারা জানিয়েছে, আব্বাস নামের কাউকে তারা আটক করেনি। এর পর সাতক্ষীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সেলিনা বলেন,  ‘আমার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাঁকে আইনে সোপর্দ করে বিচারের আওতায় আনা হোক। কিন্তু স্বামীর হদিস জানতে চাই।’ 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেলিনার ভাই মো. জাহাঙ্গীর।