মানিকগঞ্জে বিএনপির ৮ নেতা-কর্মী আটক

মানিকগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত আটজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা সবাই বিএনপির নেতা-কর্মী বলে পুলিশ দাবি করেছে। এ নিয়ে গত এক মাসে ২৭১ জনকে আটক করা হলো।
আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ থানা এলাকার আবদুর রহমান (৩৯), সিংগাইরের নাজমুল (৩৭), মিজান (৩০), বাবু (২০) ও ছেলুন (২৩); শিবালয় থানার সবুজ (২৪), উজ্জ্বল হোসেন (২৬) ও ঘিওর থানা এলাকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন।
জেলা গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক (ডিআইও-১) মাহবুব আলম জানান, যে কোনো ধরনের ধ্বংসাত্মক ও সহিংসতামূলক ঘটনা নিবারণের জন্য জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর পুলিশ।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা ও নিয়মিত মামলায় জেলার বিভিন্ন এলাকা থেকে আরো ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান মাহবুব আলম।