রাকিব হত্যার বিচারের দাবিতে উত্তাল খুলনা
শিশু রাকিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে উত্তাল খুলনা মহানগরী। আজ বুধবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন স্থানে এ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন, সমাবেশ, মিছিল করে স্থানীয় বিভিন্ন সংগঠন। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
urgentPhoto
সকাল সাড়ে ৯টার দিকে রূপসা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে চাইল্ড ফোরাম। বেলা ১১টায় নগরীতে মানববন্ধন করে জন-উদ্যোগ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।
ড. কুদরতে খোদার সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য দেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, নিহত রাকিবের বাবা-মা, শামীমা আক্তার শিলু, শ্যামল সিংহ রায়, কবি দুখু বাঙ্গাল, রসু আক্তার প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন অ্যাডভোকেট মোমিনুল ইসলাম।
মানববন্ধন চলাকালে রাকিবের বাবা মো. নূরুল আলম, মা লাকি বেগম এবং একমাত্র বোন লীনা উপস্থিত হলে তাঁদের কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ সময় জানান, ঘটনার পর সব আসামিকে জনগণ ধরে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আটক বিউটি বেগমকে হেফাজতে দেওয়ার জন্য পুলিশ আবেদন করবে। এ ছাড়া গণপিটুনিতে আহত গ্যারেজ মালিক মিন্টু, তার ভাই শরীফের স্বাস্থ্য পরীক্ষার পর পুলিশ তাদেরও হেফাজতে নেওয়ার আবেদন করবে।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, এ ঘটনার পর আজ রাস্তায় সব স্তরের মানুষ নেমে এসেছে। এতে প্রমাণিত হয়, সমাজের সব স্তরের মানুষ এ ঘটনার বিচার চায়।
রাকিবের বাবা মো. নূরুল আলম ও মা লাকি বেগম কান্নাজড়িত কণ্ঠে ছেলে হত্যার দ্রুত বিচার দাবি করেন।
মানববন্ধনে টুটপাড়া সেন্ট্রাল রোডসহ বিভিন্ন স্থান থেকে লোকজন মিছিল নিয়ে এসে মানববন্ধনে যোগ দেয়।