বান্দরবানে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

Looks like you've blocked notifications!

বান্দরবান সদর উপজেলার মেঘলা এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীহাট-চট্টগ্রাম সড়কের টিটিসি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শওকত হোসেন (৩৪) বান্দরবান সদরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ছিলেন। তাঁকে চাপা দেওয়ার পর দ্রুত সরে পড়ায় ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।

শওকতের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া পালপাড়ায়। সেখান থেকে প্রতিদিন মোটরসাইকেলে করে কলেজে আসা-যাওয়া করতেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কলেজে যাওয়ার পথে  মেঘলার টিটিসি মোড়ে শওকতের মোটরসাইকেলটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত  চিকিৎসক তাঁকে মৃত  ঘোষণা করেন।

নিহত শিক্ষককে দেখতে সহকর্মীদের পাশাপাশি হাসপাতালে ছুটে যান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়সহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন জানান, ট্রাক ও কলেজশিক্ষকের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। কিন্তু  চালককে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ওসি আরো জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে। ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।