‘জবাব পেতে আওয়ামী লীগকে প্রস্তুত থাকতে হবে’
বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার মামলা-হামলার মাধ্যমে বিরোধী দলকে দমন নিপীড়ন করে যাচ্ছে। দলীয় লোকদের দিয়ে পেট্রলবোমা মেরে বিরোধীদের মামলায় জড়াচ্ছে। আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকবে না। পাল্টা জবাব পেতে আগামীতে আওয়ামী লীগকেও প্রস্তুত থাকতে হবে।’
আজ বুধবার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টে শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘পেট্রলবোমা সন্ত্রাস নেপথ্যে আওয়ামী লীগ’ শীর্ষক পুস্তিকার মোড়ক উন্মোচন কালে এ কথা বলেন। গত ১ জুলাই বিএনিপর মানবাধিকার সেল পুস্তিকাটি প্রকাশ করে।
পুস্তিকায় চলতি বছরের শুরুর দিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত পেট্রলবোমা নিক্ষেপসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সংবাদ উপস্থাপন করা হয়। পুস্তিকায় মোট ৩৭টি সংবাদ ছবিসহ উপস্থাপন করা হয়।
খন্দকার মাহবুব বলেন, ‘আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। গণমানুষের সহযোগিতা নিয়ে বিএনপি এ দেশে আন্দোলন করে আসছে। সারা দেশে প্রায় ৩০ লাখ মামলা বিচারাধীন। পাঁচ লাখ বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে কারাগারে প্রবেশ করানো হয়েছে। আবার অনেককে ঘরছাড়া করা হয়েছে। দেশের বিচার ব্যবস্থায়ও আমরা ন্যায় বিচার পাচ্ছি না। হাইকোর্টে একই ঘটনায় এক নেত্রীর মামলা বাতিল করা হয়; আর অপর নেত্রীর মামলা বাতিলের আবেদন খারিজ করা হয়। এ দেশের জনগণ একদিন নির্যাতনকারীদের বিচার করবে।’
অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, পেট্রলবোমা মেরে একটি গোষ্ঠী জাতিকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়েছে। কিন্তু জনগণ তাদের সেই আশা পূরণ করতে দেয়নি। বরং পেট্রলবোমা মারতে গিয়ে যুবলীগসহ সরকারদলীয় নেতা-কর্মীরা ধরা পড়েছে। তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীসহ দেশের ১৫৪ জন সংসদ সদস্য রয়েছেন অনির্বাচিত।’
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদসহ বিএনপির আইনজীবীরা উপস্থিত ছিলেন।