সিলেটে ককটেল ও পেট্রলবোমা হামলা, দুই শিশুসহ আহত ৪

Looks like you've blocked notifications!
সিলেট নগরে অটোরিকশায় ককটেল হামলার ঘটনায় আহত দুই শিশু। ছবি : ফোকাস বাংলা

সিলেট নগরে দুটি ককটেল ও পেট্রলবোমা হামলায় দুই শিশুসহ চারজন আহত হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা দুটি ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ জানান, বেলা দেড়টার দিকে নগরের মীরের ময়দানে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশাকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের মাহবুবুর রহমান লায়েকের মেয়ে সাবিহা (৮) ও ১৮ মাস বয়সী ছেলে হাফিজুর রহমান এবং অটোরিকশার চালক মাহমুদ আহত হন। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর কিছুক্ষণ আগে বেলা ১টায় নগরের নয়া সড়কে বিপণিবিতান আড়ংয়ে ক্রেতা সেজে এসে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় মার্কেটের সামনে একটি মাইক্রোবাসে পেট্রলবোমা ছুড়লে গাড়িতে আগুন লেগে যায় এবং এতে একজন আহত হয়।