নিজ গ্রামে চিরনিদ্রায় আখতার হামিদ সিদ্দিকী

Looks like you've blocked notifications!

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীকে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আখতার হামিদ সিদ্দিকীর মরদেহ আজ মঙ্গলবার বেলা ১১টায় মহাদেবপুর উপজেলার ডাকবাংলো মাঠে আনা হয়। এ সময় তাঁকে এক নজর দেখতে সর্বস্তরের মানুষের ঢল নামে। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সলিম উদ্দিন তরফতার সেলিমসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে ডাকবাংলো মাঠে চাঁপাইনববাগঞ্জের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, নওগাঁ জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সহ-সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী, সহ-সভাপতি মোতাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ সাবেক এই ডেপুটি স্পিকারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আখতার হামিদ সিদ্দিকী নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে পর পর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

ডাক বাংলো মাঠে আখতার হামিদ সিদ্দিকীর চতুর্থ জানাজা হয়। জোহরের নামাজের পর পঞ্চম দফা জানাজা শেষে মহাদেবপুরের উত্তরগ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

গত রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী। ওই দিন আছরের নামাজের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর প্রথম জানাজা হয়। এরপর ওই দিন তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর আরেক দফা জানাজা হয়।

সোমবার সন্ধ্যায় সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকীর মরদেহ নওগাঁয় আনা হয়। প্রথমে শহরে কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে ও পরে নওজোয়ান মাঠে শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয় মরদেহ।

সোমবার রাতে নওগাঁ নওজোয়ান মাঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, নওগাঁ জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ সাবেক এই ডেপুটি স্পিকারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

১৯৯১ সালে আকতার হামিদ সিদ্দিকী নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর টানা চার বার তিনি ওই একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন।