‘আওয়ামী লীগ ছাড়া কারো চাকরি হয় না’

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ জেলা মহিলা দলের কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। ছবি : এনটিভি

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ ছাড়া কারো চাকরি হয় না। হলেও কাঁড়ি কাঁড়ি টাকা লাগে। সততার জন্য তৃতীয় হয়েছে দাবি করা হলে বাংলাদেশের জনগণ বলবে আসলে তাঁরা দুর্নীতির জন্য তৃতীয় হয়েছে।’

আজ শুক্রবার ময়মনসিংহে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা ও নগর শাখার কর্মী সমাবেশে এসব কথা বলেন এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির জেলা কার্যালয়ে ওই সমাবেশের আয়োজন করা হয়।  

এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দেশের মানুষকে অন্ধকারে রেখে রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের সঙ্গে চুক্তি হয়েছে। ২০১০ সালে ভারতের সঙ্গে লম্বা চুক্তি হয়েছে তা দেশের আইনপ্রণেতারা  জানেন না। ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব আজ প্রশ্নের সম্মুখীন। ১০ টাকা কেজির চাল ৭০ টাকা হয়, সেটা পত্রিকায় লেখা যাবে না।’

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন এফসিএসহ কেন্দ্রীয় ও জেলা নেতানেত্রীরা। পরে ময়মনসিংহ জেলা মহিলা দলের কমিটি বিলুপ্ত করে সাবেক সংসদ সদস্য নুরজাহান ইয়াসমীন বুলবুলকে নতুন আহ্বায়ক করা হয়। তিনি আগামী দুই মাসের মধ্যে কাউন্সিল করে জেলা, নগর ও উপজেলা কমিটি গঠন করবেন।