কুষ্টিয়ায় ‘ধানের মাড়াই নিয়ে’ হামলা, যুবক নিহত

Looks like you've blocked notifications!

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় জুয়েল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন মহিষকুণ্ডি মাঠপাড়া গ্রামে হত্যার এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ধানের মাড়াই নিয়ে জুয়েল ও হামলাকারী মজনুর (৩৫) মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মজনু ক্ষুব্ধ হয়ে তাঁর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে জুয়েলের গলায় আঘাত করেন। এতে জুয়েল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

জুয়েলের মৃত্যুর খবর শুনে তাঁর পরিবারের লোকজন মজনুর ছেলে রাকিবকে (১২) পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। বর্তমানে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত জুয়েল মহিষকুণ্ডি মাঠপাড়া গ্রামের কায়মদ্দিনের ছেলে। অভিযুক্ত মজনুর বাড়িও একই এলাকায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, অভিযুক্ত মজনুর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। জুয়েলের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।