চান্দিনায় ছাত্রলীগের আনন্দ র‌্যালিতে যুবলীগের হামলা

Looks like you've blocked notifications!
কুমিল্লার চান্দিনা উপজেলায় ছাত্রলীগের আনন্দ র‌্যালিতে হামলা চালিয়ে ব্যানার ছিঁড়ে ফেলে যুবলীগের এক পক্ষের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কা বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করায় সারা দেশের মতো গতকাল শনিবার কুমিল্লার চান্দিনায়ও আনন্দ র‌্যালি করে উপজেলা ছাত্রলীগ। কিন্তু এতে হামলা চালিয়েছে যুবলীগের এক পক্ষের নেতাকর্মীরা। এর প্রতিবাদে সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদ সভা করে ছাত্রলীগ।

প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, শনিবার বিকেল ৩টার দিকে দুটি পিকআপ ও একটি মাইক্রোবাস নিয়ে তাঁরা আনন্দ র‍্যালি বের করেন। র‌্যালিটি কাদুটি সড়ক হয়ে নবাবপুর বাজারে প্রবেশের পর নবাবপুর দক্ষিণ বাজার ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে চান্দিনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন ও যুবলীগ নেতা কামরুল ইসলাম বাকীর নেতৃত্বে ১৫ থেকে ২০ কর্মী র‌্যালিতে হামলা চালায়। এ সময় গাড়ির সামনে সাঁটানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত একাধিক ব্যানার ছিঁড়ে ফেলে। তাদের নেতাকর্মীরা গাড়ি থেকে নামলে যুবলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।

কুমিল্লার চান্দিনা উপজেলায় আনন্দ র‌্যালিতে হামলার প্রতিবাদে ছাত্রলীগের প্রতিবাদ সভা। ছবি : এনটিভি

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. দুলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু কাউছার, সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, সহসভাপতি মো. মাহাবুবুর রহমান, মো. শরীফুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সাঈদ, পৌর ছাত্রলীগের সহসভাপতি মো. রবিউল হাসান সজল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, এস এ ইমরান, যুবলীগের নেতা গাজী মো. মনিরুল ইসলাম, যুবলীগ নেতা হাসান গাজী, মো. আবু বকর, ছাত্রলীগ নেতা শুভ, তানভীর, এমরান, জাহিদ খন্দকার, আরাফাত, ইমন, আরমান প্রমুখ।

হামলার বিষয়ে জানতে চান্দিনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘ঘটনার সময় আমি পানিপাড়া বাংলা বাজারে যুবলীগের পরিচিতি সভায় যাচ্ছিলাম। পরে জানতে পারি যে স্থানীয় কিছু ছেলে তাদের গাড়ির সামনে থাকা ব্যানারটি খুলে গাড়িতে দিয়ে দেয়। ছাত্রলীগ নেতারা ওই ব্যানার ছিঁড়ে আমাদের ওপর দোষ চাপিয়েছে।’

এ ব্যাপারে চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান তালুকদার এনটিভি অনলাইনকে বলেন, ‘ছাত্রলীগের নেতারা ওই ঘটনা জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি।’