অর্থ আত্মসাৎ : কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম কারাগারে

Looks like you've blocked notifications!

অর্থ আত্মসাতের তিন মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপব (ডিজিএম) জুবায়ের মনজুরের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম এনটিভি অনলাইনকে জানান, আজ ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তেজগাঁও থানার চার মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জুবায়ের মনজুর।

শুনানি শেষে বিচারক এক মামলায় জামিন দিলেও তিন মামলায় জামিন নাকচ করে কারাগারে প্রেরণ করেন।

নথি থেকে জানা যায়, পরস্পর যোগসাজশে প্রতারণা ও ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণের নামে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের প্রাক্তন এ ডিজিএমের বিরুদ্ধে মামলা হয়।

মামলায় জুবায়েরসহ অন্য আসামিদের বিরুদ্ধে ৪৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। পরে তেজগাঁও থানায় পৃথক চারটি মামলা করে দুদক।