রাজধানীতে নিজ বাসায় ব্লগারকে কুপিয়ে হত্যা
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে নিলয় নীল (২৮) নামের এক ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁকে হত্যা করা হয়।
খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার এনটিভি অনলাইনকে জানান, নিহত ব্যক্তির নাম নিলয়। আজ দুপুরে জুমার নামাজ চলাকালে বাসায় ঢুকে তাঁকে হত্যা করে অজ্ঞাত ব্যক্তিরা। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
নিলয়ের এক বন্ধু এনটিভি অনলাইনকে জানান, দীর্ঘদিন ধরেই বিভিন্ন ব্লগে লেখালেখি করেন নিলয়। ধর্মবিষয়ক লেখালেখির কারণে অনেক দিন ধরেই বিভিন্ন হুমকি পাচ্ছিলেন। কয়েকবার বিভিন্ন ব্যক্তি তাঁকে হত্যার জন্য অনুসরণও করেছে। তবে এসব নিয়ে মোটেও চিন্তিত ছিলেন না নিলয়। নিলয় বলতেন, ‘মরা এত সহজ নাকি?’
নিলয়ের ওই বন্ধু আরো জানান, ব্লগার অভিজিৎ রায়ের মৃত্যুর পর অন্য ব্লগাররা যখন লেখালেখি কমিয়ে দিয়েছিলেন, তখনো সমানতালে লিখে গেছেন নিলয়। হেফাজতে ইসলামের দেওয়া ৮৪ জন ব্লগারের তালিকায়ও নিলয় নীলের নাম ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর চাকরির সন্ধানে ছিলেন নিলয়। এর মধ্যে ‘পরিপ্রেক্ষিত’ নামে নিজের একটি পোর্টালও চালু করেন তিনি। তবে সেটি লাভজনক না হওয়ায় কিছুদিনের জন্য একটি বেসরকারি সংস্থায় যোগ দেন। পরে সেখানেও বেতন-ভাতা নিয়ে সমস্যা হওয়ায় সেটি ছেড়ে দেন তিনি।
মুক্তমনা ও ইস্টিশন ব্লগে নিয়মিত লিখতেন নিলয়। সম্প্রতি বৌদ্ধ ধর্মে নারীর অধিকার নিয়ে একটি ধারাবাহিক ব্লগ লিখছিলেন তিনি।