বড়াইগ্রামে চার্চের পুরোহিত নিখোঁজ

Looks like you've blocked notifications!
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বর্নি চার্চের সহকারী পাল পুরোহিত ও সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার উইলিয়াম আয়ালটার রোজারিও সোমবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। ছবি : এনটিভি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বর্নি চার্চের সহকারী পাল পুরোহিত ও সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার উইলিয়াম আয়ালটার রোজারিও সোমবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবার জানায়, সোমবার বনপাড়া মিশন মার্কেটে বড় ভাই প্রেমল রোজারিওর সঙ্গে দেখা করে বিকেল ৫টার দিকে মোটরসাইকেলে জোনাইল ধর্ম পল্লীর উদ্দেশে রওনা দিয়ে নিখোঁজ হন ফাদার উইলিয়াম। কোথাও সন্ধান না পেয়ে মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম থানায় জিডি করেন চার্চের প্রধান পাল পুরোহিত সুব্রত পিউরিফিকেশন।

খবর পেয়ে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা চার্চে গিয়ে খোঁজখবর নেন।

ফাদারকে উদ্ধারে গোয়েন্দা অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর রশিদ। ফাদারকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁর বড় ভাই প্রেমল।