যাত্রীবাহী বাস পোড়ানোর মামলা

ঝালকাঠিতে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীর বিচার শুরু

Looks like you've blocked notifications!

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পোড়ানোর ঘটনায় পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও পৌর জামায়াতের আমির মাওলানা আবদুল হাইসহ আট নেতাকর্মীর বিচার কাজ শুরু হয়েছে।

আজ বুধবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইবুনাল ১-এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক অভিযোগ গঠনের আদেশ দিয়ে আগামী বছরের ১ মার্চ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৯ জানুয়ারি রাতে শহরের সুতালড়ি সেতুর ওপরে মেহেদী এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল হাইসহ নয়জন নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে ঝালকাঠি থানায় একটি মামলা করেন এসআই আসিকুল ইসলাম। মামলাটি তদন্ত করে এসআই আবুল কালাম আজাদ ওই বছরের ৩১ জানুয়ারি আদালতে আটজনের নামে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী বছরের ১ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।