কার্যালয়ের জায়গা দখল, আশুগঞ্জে শ্রমিক ধর্মঘট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/07/photo-1438951575.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক কার্যালয়ের দখলের প্রতিবাদে বন্দর থেকে সব ধরনের পণ্য লোড-আনলোড বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। আজ শুক্রবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হওয়ায় বন্দর থেকে ধান, চাল ও সার পরিবহন বন্ধ রয়েছে।
আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, ১৫ বছর ধরে আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন আশুগঞ্জ গোলচত্বরে একটি জায়গায় তাদের কার্যক্রম চালিয়ে আসছে।
‘হঠাৎ করে চার-পাঁচদিন আগে আশুগঞ্জ শ্রমিক লীগ নামধারী মুসাসহ কয়েকজন রাতের আঁধারে সেই জায়গায় সাইনবোর্ড লাগিয়ে দেয়। এর প্রতিবাদে সকাল থেকে বন্দর থেকে সব ধরনের পণ্য লোড-আনলোড বন্ধ করে দেওয়া হয়েছে।’
ন্যায়সঙ্গত দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আবুল খায়ের।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক লীগের মধ্যে জায়গা দখল নিয়ে যে সমস্যা চলছে, তা বিকেলের মধ্যে শেষ হবে বলে আশা করছি। যদি সাইনবোর্ড উঠিয়ে না নেওয়া হয় তবে শ্রমিক লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’